Wednesday, February 19, 2014

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ পার্ট-১৯



তার কিছু নতুন কাপড় দরকার
He needs some new clothes.

সে আমাকে কখনো কিছু দেয়না
He never gives me anything.

সে বলেছিল এটা খুব সুন্দর একটা জায়গা
He said this is a nice place.

সে বলল তুমি সিনেমা দেখতে পছন্দ কর
He said you like to watch movies.

সে বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে
He studies at Boston University.

সে ভাবছে আমরা যেতে চাইনা
He thinks we don't want to go.

নিউইয়র্কের একটা কম্পিউটার কোম্পানিতে সে কাজ করে
He works at a computer company in New York.

সে ২০ মিনিটের মধ্যে ফিরে আসবে
He'll be back in 20 minutes.

হ্যালো/ কি খবর
Hello.

বাঁচাও
Help!

Group Verb:



Make of-নির্মাণ করা
Make off-পালিয়ে যাওয়া
Make out-বুঝা
Make over-অর্পণ করা
Make up-ক্ষতিপূরণ দেয়া
Make up of-গঠিত হওয়া।

গুরত্বপূর্ণ পোস্ট --- পড়ে দেখুন।



other + wise = otherwise [ অন্যথায় / অন্যভাবে ]
some + times = sometimes [ মাঝে মাঝে ]
no + where = nowhere [ কোথাও না ]
up + stairs = upstairs [ সিঁড়ি বেঁয়ে উপরের দিকে উঠা ]
down + stairs = downstairs [ সিঁড়ি বেঁয়ে নিচের দিকে নামা ]
mid + way = midway [ মধ্য পথে ]
never+the+less = nevertheless [ থতাপি/তবুও]
mean+ while = meanwhile [ ইতিমধ্যে ]
some + how = somehow [ কোনভাবে ]
there + up+ on = thereupon [ সে কারনে বা অবিলম্বে ]
there + about = thereabout [ ঐ স্থান, পরিমান বা সঙ্খ্যার কাছাকাছি ]
there + after = thereafter [তারপরে ]
there + at = thereat [ ঐ স্থানে/ কারণে ]
there + by = thereby [ প্রায়/ তার ফলে ]
there + for = therefor [ ঐ কারণে ]
there + fore = therefore [ ঐ কারণে ]
there + from = therefrom [ যেখান থেকে / যা থেকে ]
there + in = therein [ তার মধ্য ]
there + in + to = therein-to [ ঐ স্থানের মধ্যে ]
there+of = thereof [ উহার / উহা থেকে ]
there + on = thereon [ তার উপর ]
there + to = thereto [ অধিকন্তু / তৎপ্রতি ]
there + under = thereunder [তার নিচে ]

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ-20



এটা এখানে/ এইতো
Here it is.

তুমি এখানে আছ/এইতো তুমি
Here you are.

এই নাও আমার নম্বর/আমার নম্বর নাও
Here's my number.

এইতো তোমার নির্দেশনা (অর্ডার)
Here's your order.

ছেলেটি খুবই ভালো ছাত্র
He's a very good student.

সে একজন আমেরিকার নাগরিক
He's an American.

সে একজন প্রকৌশলী
He's an Engineer.

সে শিগগিরই আসবে
He's coming soon.

সে আমার চেয়ে দ্র্রুত
He's faster than me.

সে রান্নাঘরে আছে
He's in the kitchen.

সে কখনো আমেরিকা যায়নি
He's never been to America.

সে এখনও আসেননি
He's not in right now.

সে ঠিক বলেছে
He's right.

●●গুরুত্বপূর্ণ কিছু ইংরেজী শব্দ●●



▣ Abduct[অ্যাবডাক্ট]
অপহরণ করা।

▣ Abridge[অ্যাব্রিজ]
সংক্ষেপ করা।

▣ Accede[অ্যাকসীড]
রাজি হওয়া/মেনে নেয়া।

▣ Acclaim[অ্যাকলেইম]
করতালি দেয়া/স্বাগত জানানো।

▣ Adjourn[অ্যাডজার্ন]
স্থগিত করা/মুলতবী রাখা।

▣ Adolescent[অ্যাডলেসেন্ট]
কিশোর।

▣ Adulterate[অ্যাডালটারেট]
ভেজাল মেশানো।

▣ Adverse[অ্যাডভার্স]
বিপরীত/প্রতিকূল।

▣ Amicable[অ্যামিক্যাবল]
বন্ধুত্বপূর্ণ।
▣ Apparently[অ্যাপ্যারেন্টলি]
স্পষ্টভাবে/সহজবোধ্যভাবে।

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ-২১



আমি এটা কিভাবে ব্যবহার করবো ?
How do I use this?

তুমি কিভাবে জান?
How do you know?

তুমি কিভাবে এটা উচ্চারণ কর?
How do you pronounce that?

তুমি এটাকে ইংরেজিতে কি বলবে?
How do you say it in English?

এটাকে তুমি কিভাবে বানান করবে?
How do you spell it?

(‘সেটেল’) শব্দটিকে তুমি কিভাবে বানান করবে ?
How do you spell the word Seattle?

এটার স্বাদ কেমন?/ এটা খেতে কেমন?
How does it taste?

শিকাগো কত দূরে ?
How far is it to Chicago?

কত দূর?
How far is it?

সে / মেয়েটি কেমন আছে?
How is she?

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ

তুমি কতদিন থাকবে?
How long are you going to stay?

গাড়িতে যেতে কত সময় লাগে?
How long does it take by car?

জর্জিয়া যেতে কত সময় লাগে ?
How long does it take to get to Georgia?

এখানে তুমি কতদিন আছ?
How long have you been here?

তুমি আমেরিকায় কতদিন আছ?
How long have you been in America?

তুমি এখানে কতদিন ছিলে?
How long have you lived here?

তমি এখানে কতদিন কাজ করেছিলে?
How long have you worked here?

এটা কত লম্বা?এটা কত ঘন্টার?
How long is it?

ফ্লাইট কত ঘন্টার?
How long is the flight?