Wednesday, February 19, 2014

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ পার্ট-১৯



তার কিছু নতুন কাপড় দরকার
He needs some new clothes.

সে আমাকে কখনো কিছু দেয়না
He never gives me anything.

সে বলেছিল এটা খুব সুন্দর একটা জায়গা
He said this is a nice place.

সে বলল তুমি সিনেমা দেখতে পছন্দ কর
He said you like to watch movies.

সে বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে
He studies at Boston University.

সে ভাবছে আমরা যেতে চাইনা
He thinks we don't want to go.

নিউইয়র্কের একটা কম্পিউটার কোম্পানিতে সে কাজ করে
He works at a computer company in New York.

সে ২০ মিনিটের মধ্যে ফিরে আসবে
He'll be back in 20 minutes.

হ্যালো/ কি খবর
Hello.

বাঁচাও
Help!

Group Verb:



Make of-নির্মাণ করা
Make off-পালিয়ে যাওয়া
Make out-বুঝা
Make over-অর্পণ করা
Make up-ক্ষতিপূরণ দেয়া
Make up of-গঠিত হওয়া।

গুরত্বপূর্ণ পোস্ট --- পড়ে দেখুন।



other + wise = otherwise [ অন্যথায় / অন্যভাবে ]
some + times = sometimes [ মাঝে মাঝে ]
no + where = nowhere [ কোথাও না ]
up + stairs = upstairs [ সিঁড়ি বেঁয়ে উপরের দিকে উঠা ]
down + stairs = downstairs [ সিঁড়ি বেঁয়ে নিচের দিকে নামা ]
mid + way = midway [ মধ্য পথে ]
never+the+less = nevertheless [ থতাপি/তবুও]
mean+ while = meanwhile [ ইতিমধ্যে ]
some + how = somehow [ কোনভাবে ]
there + up+ on = thereupon [ সে কারনে বা অবিলম্বে ]
there + about = thereabout [ ঐ স্থান, পরিমান বা সঙ্খ্যার কাছাকাছি ]
there + after = thereafter [তারপরে ]
there + at = thereat [ ঐ স্থানে/ কারণে ]
there + by = thereby [ প্রায়/ তার ফলে ]
there + for = therefor [ ঐ কারণে ]
there + fore = therefore [ ঐ কারণে ]
there + from = therefrom [ যেখান থেকে / যা থেকে ]
there + in = therein [ তার মধ্য ]
there + in + to = therein-to [ ঐ স্থানের মধ্যে ]
there+of = thereof [ উহার / উহা থেকে ]
there + on = thereon [ তার উপর ]
there + to = thereto [ অধিকন্তু / তৎপ্রতি ]
there + under = thereunder [তার নিচে ]

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ-20



এটা এখানে/ এইতো
Here it is.

তুমি এখানে আছ/এইতো তুমি
Here you are.

এই নাও আমার নম্বর/আমার নম্বর নাও
Here's my number.

এইতো তোমার নির্দেশনা (অর্ডার)
Here's your order.

ছেলেটি খুবই ভালো ছাত্র
He's a very good student.

সে একজন আমেরিকার নাগরিক
He's an American.

সে একজন প্রকৌশলী
He's an Engineer.

সে শিগগিরই আসবে
He's coming soon.

সে আমার চেয়ে দ্র্রুত
He's faster than me.

সে রান্নাঘরে আছে
He's in the kitchen.

সে কখনো আমেরিকা যায়নি
He's never been to America.

সে এখনও আসেননি
He's not in right now.

সে ঠিক বলেছে
He's right.

●●গুরুত্বপূর্ণ কিছু ইংরেজী শব্দ●●



▣ Abduct[অ্যাবডাক্ট]
অপহরণ করা।

▣ Abridge[অ্যাব্রিজ]
সংক্ষেপ করা।

▣ Accede[অ্যাকসীড]
রাজি হওয়া/মেনে নেয়া।

▣ Acclaim[অ্যাকলেইম]
করতালি দেয়া/স্বাগত জানানো।

▣ Adjourn[অ্যাডজার্ন]
স্থগিত করা/মুলতবী রাখা।

▣ Adolescent[অ্যাডলেসেন্ট]
কিশোর।

▣ Adulterate[অ্যাডালটারেট]
ভেজাল মেশানো।

▣ Adverse[অ্যাডভার্স]
বিপরীত/প্রতিকূল।

▣ Amicable[অ্যামিক্যাবল]
বন্ধুত্বপূর্ণ।
▣ Apparently[অ্যাপ্যারেন্টলি]
স্পষ্টভাবে/সহজবোধ্যভাবে।

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ-২১



আমি এটা কিভাবে ব্যবহার করবো ?
How do I use this?

তুমি কিভাবে জান?
How do you know?

তুমি কিভাবে এটা উচ্চারণ কর?
How do you pronounce that?

তুমি এটাকে ইংরেজিতে কি বলবে?
How do you say it in English?

এটাকে তুমি কিভাবে বানান করবে?
How do you spell it?

(‘সেটেল’) শব্দটিকে তুমি কিভাবে বানান করবে ?
How do you spell the word Seattle?

এটার স্বাদ কেমন?/ এটা খেতে কেমন?
How does it taste?

শিকাগো কত দূরে ?
How far is it to Chicago?

কত দূর?
How far is it?

সে / মেয়েটি কেমন আছে?
How is she?

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ

তুমি কতদিন থাকবে?
How long are you going to stay?

গাড়িতে যেতে কত সময় লাগে?
How long does it take by car?

জর্জিয়া যেতে কত সময় লাগে ?
How long does it take to get to Georgia?

এখানে তুমি কতদিন আছ?
How long have you been here?

তুমি আমেরিকায় কতদিন আছ?
How long have you been in America?

তুমি এখানে কতদিন ছিলে?
How long have you lived here?

তমি এখানে কতদিন কাজ করেছিলে?
How long have you worked here?

এটা কত লম্বা?এটা কত ঘন্টার?
How long is it?

ফ্লাইট কত ঘন্টার?
How long is the flight?

কিছু কিছু প্রায় একই বানানের শব্দের ভিন্ন ভিন্ন অর্থঃ


CANNON- কামান
CANON- নিয়ম
HUMAN- মানব
HUMANE -দয়ালু
ZEALOUS -আগ্রহী
JEALOUS -ঈর্ষান্বিত
COMA -অজ্ঞান অবস্থা
COMMA -বিরাম চিহ্ন (,)
CHILDISH -ছেলেমি(খারাপ অর্থে)
CHILDLIKE -শিশু সুলভ(ভাল অর্থে)

For You

¤Foul up (পন্ড করা ) =The rain fouled up our picnic.

¤Get across (বুঝাতে পারা ) =He could not get his ideas across to his students.

¤Get through (শেষ করা ) =They got through all the food in just a few minutes.

¤Hand in (জমা দেয়া ) =It is time you hand in your answer scripts.

¤Hang around (ইতস্তত ঘোরাফেরা করা ) =I saw a man hanging around the street.

ইংরেজী পত্রিকায় নিত্য ব্যবহৃত কিছু শব্দ



●► Suppress- দমন করা।
(সা'প্রেস)
---------
●► Clandestine - গুপ্ত/গোপন।
(ক্ল্যানডেসটিন)
---------
●► Felicitate - অভিনন্দন জানানো।
(ফলিসিটেই্ট)
---------
●► Foil - ব্যর্থ করা।
(ফয়ল্)
---------
●► Detain- গ্রেফতার করা।
(ডিটেইন)
---------
●► Disrupt- ব্যাহত করা/ভাঙ্গা ।
(ডিসরাপ্ট)

বাক্যে ব্যবহৃত কিছু বিশেষ বিশেষ expressions



১। By grace of Allah - আল্লাহর রহমতে ।

২। If you do care - যদি আপনি চান ।

৩। Lets get down to work - দেরি না করে আসুন শুরু করা যাক ।

৪। Rest assured - আমার উপর ভরসা রাখতে পারেন ।

৫। But one thing before that - কিন্তু তার আগে একটি কথা ।

৬। You have to invest time to learn English - ইংরেজীর জন্য আপনাকে সময় দিতে হবে ।

৭। It can give you a lift - এটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে ।

৮। Don't give up - হতাশ হবেন না ।

৯। There's lot to know - জানার আছে অনেক কিছু ।

১০। That's all for the time being - আপাতত এইটুকুই ।

জেনে নিন কিছু ইংরেজী শব্দের কন্ট্রাকশন-



I would= I'd

I had= I'd

I have= I've

I will/shall= I'll

Is not= isn't

It would= it'd

It had= it'd

It has= it's

It is= it's

It will= it'll

May not= mayn't

Might have= might've

Might not= mightn't

Must not= mustn't

Need not= needn't

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ

ভ্রমণটা কেমন হলো ?
How was the trip?

ব্যবসা কেমন চলচে?
How's business?

আবহাওয়াটা কেমন ?
How's the weather?

কাজ চলচে কেমন?
How's work going?

তাড়াতাড়ি !
Hurry!

এই নাও আমার নম্বর/আমার নম্বর নাও
Here's my number.

সে রান্নাঘরে আছে
He's in the kitchen.

Enrich your vocabulary

Enrich your vocabulary

Emphasis - জোর দেয়া
Prevent - প্রতিরোধ করা
Confine - আবদ্ধ করা
Stimulation - উত্তেজনা
Isolate - বিচ্ছিন্ন করা

Ward - দিকে

(Ward - দিকে)

Toward / Forward - সামনের দিকে
Backward - পেছনের দিকে
Upward - ওপরের দিকে
Downward - নিচের দিকে
Outward - বাহিরের দিকে
Eastward - পূর্ব দিকে
Westward - পশ্চিম দিকে
Northward - উত্তর দিকে
Southward - দক্ষিণ দিকে
Homeward - বাড়ির দিকে

love

love মানে আদর-যত্ন,স্নেহ,প্রেম,
ভালোবাসা ইত্যাদি বুঝায়।
তো আসুন love এর সাথে কিছু শব্দ যুক্ত করে কিছু নতুন
শব্দ জেনে নিই আজ।

love-making =প্রেম নিবেদন/প্রেমাকর্ষণ।
love-affair =প্রেম।
love-child =অবিবাহিত পিতামাতার সন্তান।
love-knot =প্রেমগ্রন্থি।
love-lorn =প্রেমকাতর।
love-letter =প্রেম পত্র।
love-sick =প্রণয় পীড়িত।
love-song =প্রেমের গান।
loveless =ভালোবাসাহীন।
love-bird =গভীর প্রেমে আসক্ত প্রেমিক যুগল।

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ


আমার ভালো লাগছেনা
I don't feel well.

আমার কোন বান্ধবি নাই
I don't have a girlfriend.

আমার কাছে একটাও টাকা নাই
I don't have any money.

আমার যথেষ্ট টাকা নাই
I don't have enough money.

ঠিক এ মুহুর্ত্তে আমার সময় নাই
I don't have time right now.

এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানিনা
I don't know how to use it.

আমি জানিনা
I don't know.

আমি তাকে পছন্দ করিনা
I don't like him.

আমি এটা পছন্দ করিনা
I don't like it.

আমি কিছু মনে করিনি
I don't mind.

অত্যন্ত ব্যবহৃত শব্দাংশ


ওটার দাম কত ?
How much is that?

এটার কত দাম?
How much is this?

তোমার কাছে কতটাকা আছে?
How much money do you have?

তুমি কত রোজগার কর?
How much money do you make?

এটায কত খরচ পড়বে?
How much will it cost?

আপনার দাম বলুন/ আপনি কততে নিতে চান?
How much would you like?

তোমার বয়স কত ?
How old are you?

তুমি কত লম্বা ?
How tall are you?

সিনেমাটা কেমন লেগেছে ?
How was the movie?